শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে সংস্থাটির এই আগ্রহের কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠকে ইইউ প্রতিনিধিদলের কাছে নির্বাচনের প্রস্তুতি জানিয়ে সিইসি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে রবিবার (১৬ মান্চ) সকাল ১১টা থেকে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন এর সঙ্গে তারা বৈঠক করেন। রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রায় দেড় ঘন্টার বৈঠকে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ৫ সদস্যর প্রতিনিধিদল।

বৈঠক প্রসঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ইইউ রাষ্ট্রদূত জানিয়েছেন তারা আগামীর নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবেন। এ ছাড়া আমাদের নির্বাচন প্রস্তুতি ও অগ্রগতি জানতে চেয়েছেন। আমরা যা যা করছি তাদের জানিয়েছি। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির সকল কিছু জানিয়েছি। এছাড়া ভোটের বাজেট কত, টাকা পয়সা ঠিকমত আছে কিনা, অসুবিধা কোনো রকম আছে কি না।’
‘আমরা বলেছি আমাদের টাকা পয়সার কোনো অসু্িধা নাই। সরকারের কাছে বাজেট চেয়েছি। তবে উনারা আমাদের সাহায্য করতে চান৷ আমাদের কী প্রয়োজন সেটা জানতে চান। আমরা বলেছি ইউএনডিপি ইতিমধ্যে একটা নিড এসেসমেন্ট করেছেন। একটা টিম পাঠিয়েছিল তারা। তারা সব সহায়তা দিতে প্রস্তুত আছে৷ বাংলাদেশ উন্নয়নে সহায়তানকরতে চান৷ তারা আগামী মাসে একটা কর্মষালা করবেন। সেখানে সিভিল সোসাইটি থাকবে। আমরা পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে চেয়েছেন।’

এর আগে গত মঙ্গলবার ঐকমত্য কমিশনে সঙ্গে বৈঠক করেন মাইকেল মিলার। এতে বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?

‘ঢাকাইয়া দেবদাস’ হচ্ছেন আদর, সঙ্গী বুবলী

দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবর ভুয়া

রাজশাহীতে অ্যাম্বুলেন্সে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, ৩ বন্ধু নিহত

এখন খুব চিন্তা করে কথা বলতে হয় : তাহসান

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আজকের বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়: তাহের

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ফরিদপুর রণক্ষেত্র

রিজভীর পা ধরে সালাম করে ক্লোজড হলেন ট্রাফিক সার্জেন্ট আরিফুল

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না : নাহিদ ইসলাম

ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল