৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভিার্সিটি’ নামে আলাদা বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দেওয়া হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভায় এ প্রস্তাব করা হয়।
সভা শেষে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএম ফায়েজ।
তিনি বলেন, আমরা সাত কলেজ নিয়ে ঢাকা ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রস্তাব রাখছি। সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করা হবে। সরকার সর্বসম্মত সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।