সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আছিয়ার ধর্ষকের বাড়ি ভেঙে মসজিদ নির্মাণের দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক: বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আছিয়ার ভগ্নিপতির বাড়িতে শুক্রবার (১৪ মার্চ) দ্বিতীয় দিনের মতো ভাঙচুর চলে।

আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর শিশুটির প্রথম জানাজা শেষে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার সকালে ওই বাড়ির সব গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন স্থানীয়রা। বাড়িটি ভেঙে সেখানে মসজিদ বা মাদ্রাসা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আর সেই মসজিদ বা মাদ্রাসার নামকরণ চান আছিয়ার নামে। নিষ্পাপ শিশুটির এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা।

অন্যদিকে শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়াদের বাড়িতে যান কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি পরিবারটিকে অর্থনৈতিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাস দেন। প্রকশ্যে ফাঁসি দাবি করেন অভিযুক্ত ধর্ষকের। শিশুটি মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে রাজধানীতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

এদিকে সরেজমিনে গতকাল সকালে মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে গিয়ে দেখা যায় কেউ ঘরের ওপরে উঠে খুলছেন চালের টিন, কেউবা বাড়ির পাশে থাকা গাছগুলো কাটছেন করাত দিয়ে। কয়েকজন সেগুলো ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন অন্য কোথাও।

স্থানীয় এক যুবক বলেন, ‘মাগুরাকে দেশবাসী তথা বিশ্ববাসী একসময় চিনতেন সাকিব আল হাসানের নামে। আর এখন চিনছেন শিশু আছিয়ার নামে। আমরা চাই এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি। তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। এ ছাড়া তার বাড়িটি ভেঙে এই জায়গায় একটি মসজিদ অথবা মাদ্রাসা নির্মাণ করা হোক। যেটির নাম দেওয়া হোক আছিয়ার নামে। কেননা, এই জায়গায় যে পাপ কাজ হয়েছে, সেটি মোচন করতে হলে এখানে মসজিদ বা মাদ্রাসা প্রয়োজন।’

অপর ব্যক্তি বলেন, ‘এখানে শিশুটির নামে একটি মসজিদ নির্মাণ করা হলে সেটি দেশবাসী জানবেন। মনে রাখবেন, এখানে একটি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, যা দেখে অন্যরা ধর্ষণ করার আগে চিন্তা করবে।’

ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি দাবি আফরোজা আব্বাসের
এদিকে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আছিয়াদের বাড়িতে যান। শিশুটির পরিবারকে অর্থনৈতিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাস দেন তিনি। মহিলা দলের নেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মহিলা দলের নেতারা ও জেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন খান।

এ সময় জনসমক্ষে প্রকাশ্যে ধর্ষকের ফাঁসির দাবি করে আফরোজা আব্বাস বলেন, ‘তিন মাস পরে বা ছয় মাস পরে একটা বিচার হলো, ফাঁসি হলো- আমরা সেটি চাই না। আমরা চাই জনসমুক্ষে দৃশ্যমান ফাঁসি হোক। সেটা আপনারা, আমরা, জনগণ সবাই দেখবেন। আমরা সে রকম একটা ফাঁসি চাই। এ রকম একটা ফাঁসি কার্যকর হলে অপরাধীরা ধর্ষণ করার আগে দশবার ভাববে।’

ঢাকায় মহিলা পরিষদের প্রতিবাদ মিছিল
আছিয়া ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে মৌন প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে ব্যানারের স্লোগান ছিল, ‘আমরা বিক্ষুব্ধ, আমরা শোকাহত, প্রতিবাদ জানাই, প্রতিরোধ চাই।’

মিছিলে অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সহসভাপতি মাখদুমা নার্গিস রত্না, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগমসহ কেন্দ্রীয় কমিটি, সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগর কমিটি, নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির সদস্য, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্যসহ সংগঠনের প্রতিনিধি ও কর্মকর্তারা।

তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়া নিজনান্দুয়ালী গ্রামে তার বোনের বাড়ি বেড়াতে যায়। ৫ মার্চ গভীর রাতে ভগ্নিপতির সহায়তায় তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করে। পরে তাকে হত্যার চেষ্টাও চালানো হয়। পরদিন ৬ মার্চ সকালে পাড়া-প্রতিবেশী ও পরিবারের সদস্যরা নির্যাতিত আছিয়াকে প্রথমে মাগুরা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। হাসপাতালে শিশুটি অচেতন অবস্থায় থাকে। ১৩ মার্চ দুপুর ১টায় ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

সৃজিতের জীবনে নতুন নারী!

‘এ কে ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি!

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার

আমাদের কিছুটা সময় লাগবেই: হেড কোচ সিমন্স

আইন উপদেষ্টার বাসভবনে ড্রোন, পাঠানো হলো ফরেনসিক ল্যাবে

ইরানে বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের পরবর্তী শুনানি ১৮ মে

কানাডায় ফিলিপিনো উৎসবে জনতার ওপর তুলে দিল গাড়ি, বহু হতাহত

সাবেক এনআইডি ডিজি সাহেল উদ্দিনের এনআইডি ব্লকের নির্দেশ