শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এনআইডি ইসিতে রাখতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি

news-image

নিজস্ব প্রতিবেদক : এনআইডির কার্যক্রম ইসিতে রাখার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুই ঘণ্টার জন্য সারা দেশে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন ‘স্ট্যান্ড ফর এনআইডি।’

সারা দেশের ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউট ও সারা দেশের মাঠপর্যায়ের সব কার্যালয়ে এই অবস্থান কর্মসূচি হবে। এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলেন, এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে তাদের এই পদক্ষেপ।

বুধবার (১২ মার্চ) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েনের আহ্বায়ক মনির হোসেন। তিনি বলেন, ৫ তারিখে স্মারকলিপি দিয়েছিলাম। দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে চেয়েছি, কমিশনের পক্ষ থেকে পেলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখিনি। আমরা ঘোষণা করেছিলাম ১২ মার্চের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে কর্মসূচি দিব।

তিনি বলেন, আগামীকাল সারাদেশে নির্বাচন কমিশন কার্যালয় ও অফিসগুলোতে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করব। আগামীকাল সারাদেশে এই কর্মসূচি পালিত হবে। আমরা বলেছি, আমাদের কর্মসূচি স্ট্যান্ড ফর এনআইডি। এ সময় আমরা অফিসের সামনে অবস্থান নেব। সঙ্গত কারণে আমরা যখন অবস্থান নেব তখন কাজ করার সুযোগ নেই। কার্যক্রম না করেই আমাদের দাঁড়াতে হবে।

সংবাদ সম্মেলনে এসএম আসাদুজ্জামান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনের (ইটিআই) মহাপরিচালক (ডিজি) বলেন, ‘এনআইডি ইসিতেই থাকবে এটা আমাদের প্রত্যাশা। ২০১০ সাল থেকে এই এনআইডি থেকে কেউ সার্ভার নেয়, কেউ ডেটাবেইজ নেয়। সবাই চাচ্ছে এনআইডি ইসিতে থাক। এরপরও কেন সরানো হবে তা আমাদের বোধগোম্য নয়।’

ইটিআই মহাপরিচালক বলেন, এখানে যে ডাটাবেইজ আছে, সেটা থেকে এনআইডি ও ভোটার তালিকা তৈরি হয়। টুইন এরা। দুটির মালিকই ইসি। কোনক্রমেই এটা আলাদা করা উচিত নয়। ডিসপ্লিন ওয়েতে চলেছে এনআইডি, আলাদা হলে হুমকির মুখে পড়তে পারে। এখানে জনবল তৈরি হয়েছে প্রায় ৫ হাজার। রাতারাতি এসব তৈরি সম্ভব না৷ সার্বিকভাবে ইসিতেই থাকবে এনআইডি এটা দাবি।

এর আগে গত ৫ মার্চ একই দাবিতে কর্মবিরতি পালন করেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা। সেদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমি ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েনের নেতাদের সঙ্গে বসেছি, আলোচনাও হয়েছে। নতুন কমিশনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে আমি শুনিনি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, বিষয়টি আলাপ-আলোচনা পর্যায়ে আছে।’

এ জাতীয় আরও খবর

গাজায় ৭২ ঘণ্টায় নিহত প্রায় ৬০০

অবশেষে সিলেটবাসী ফেরত পেলো ‘এম সাইফুর রহমান শিশুপার্ক

নবীনগরে ৬৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা

নাসিরনগরে বিদ্যুত স্পৃষ্টে তাছলিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু

জনগণের ক্ষমতায় আসল ক্ষমতা আর জনগণের শক্তি আসল শক্তি–কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জি: শ্যামল 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই : ড. ইউনূস

গাজায় তিন দিনে ২০০ শিশুর প্রাণ কাড়ল ইসরায়েল

গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

ইফতারে সবজির চপ তৈরির রেসিপি

বলিউডে অভিষেক নুসরাত জাহানের

হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

নারী শান্তিরক্ষীদের প্রশিক্ষণে ১০ লাখ ডলারের চুক্তি