‘হাসিনা ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে’
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রোরেল করেছেন বিদেশে টাকা পাচারের জন্য। ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। নিজের বাড়ি থাকার পরেও ৬০ কাঠার প্লট নিয়েছেন।’
আজ বুধবার বিকালে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আবদুল ওয়াহেদ মন্ডলের স্মরণসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘গণতন্ত্রের প্রথম শর্ত হলো আমরা প্রাণখুলে কথা বলবো। ভোটের নিশ্চয়তা আমাদের দিতে হবে, যেটা ১৭ বছর মানুষ পায়নি।’
উপজেলার তাহেরপুর স্কুল মাঠে পৌর বিএনপির আহ্বায়ক আবু নঈম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল হোসেন।