মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাকে ষষ্ঠ হারের স্বাদ দিয়ে প্রথম জয় সিলেটের

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ব্যর্থতার দরুন আগের ম্যাচে বাদ পড়েছিলেন লিটন দাস। আজ (শুক্রবার) ঢাকা ক্যাপিটালসের একাদশে ফিরেই তিনি ঝড় তুলেছেন। আগে ব্যাট করতে নেমে তার দলও পায় ১৯৩ রানের বড় পুঁজি। লক্ষ্য তাড়ায় সিলেট স্ট্রাইকার্সের ওপেনার জাকির হাসানও ঝোড়ো ব্যাটিংয়ে কার্যকরী ইনিংস খেলেছেন। যা ৩ উইকেটের ব্যবধানে চলতি বিপিএলে সিলেটের প্রথম জয় নিশ্চিত করেছে। বিপরীতে নিজেদের খেলা ৬টি ম্যাচেই হারল ঢাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা। তাদের পক্ষে ৪৩ বলে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন ওপেনার লিটন। ধীরগতির ব্যাটিংয়ে মুনিম শাহরিয়ারও ফিফটি করেছেন। এ ছাড়া সাব্বির রহমান ও থিসারা পেরেরাদের ক্যামিওতে প্রায় দুইশ ছোঁয়া বড় সংগ্রহ গড়ে ঢাকা। তা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজিটি চলতি মৌসুমের প্রথম জয় পেল না।

এদিন অবশ্য ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না ঢাকার। ওপেনার তানজিদ হাসান তামিম (৬) ইনিংসের পঞ্চম ডেলিভারিতেই উচ্চবিলাসী শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বসেন। এরপর লিটন ও মুনিম শাহরিয়ার মিলে ১২৯ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। যা এই উইকেটে ঢাকার সর্বোচ্চ রানের জুটি। খানিক বাদেই এই দুই ব্যাটার পরপর আউট হয়ে যান। লিটন ৪৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৩ এবং মুনিম ৫২ রান করেন ৪৭ বলে। এ ছাড়া শেষদিকে সাব্বির ১০ বলে ২৩ এবং পেরেরা ৯ বলে ১৮ রান করেন। সিলেটের পক্ষে ৩টি উইকেট নেন রাহকিম কর্নওয়াল।

লক্ষ্য তাড়ায় প্রথম বলেই কর্নওয়ালের উইকেট হারায় সিলেট। এরপর জর্জ মুনসি (১১), অ্যারন জোন্সরা (১৪) দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন জাকির হাসান। ২৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় তার ব্যাটে আসে ৫৮ রান। শেষদিকে দ্রুত উইকেট হারাতে থাকলেও ছোট ছোট ক্যামিওতে সিলেট সঠিক গন্তব্যে পৌঁছে যায়। রনি তালুকদার ২০ বলে ৩০, জাকের আলি ১৭ বলে ২৪ এবং আরিফুল হক ১৫ বলে ২৮ রান করলে ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত হয় সিলেটের।

ঢাকার পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন ফরমানউল্লাহ ও শুভাম রঞ্জন।

এ জাতীয় আরও খবর

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

নবীনগরে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ওমরাহ পালনে যে ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করল সৌদি সরকার

বৈষম্য বিরোধী আন্দোলন : চোঁখের আলো হারিয়ে অন্ধকার দেখছে আজিজুলের পরিবার।

এস আলম পরিবারের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পদ জব্দের আদেশ

জুলাই হত্যা মামলা: রাজনৈতিক-ব্যক্তিগত দ্বন্দ্বে ফাঁসছেন অনেকেই

এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি

লস অ্যাঞ্জেলেসে ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরও ভয়ংকর হতে পারে দাবানল

বক আর বুনোহাঁস খাওয়া দুই ভ্লগারকে খুঁজছে বন বিভাগ

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে

রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখন শীর্ষে