রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার সব রুটে ট্রেন চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ রোববার সারাদেশে সব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার (৩ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অনিবার্য কারণবশত রোববার (৪ আগস্ট) সব ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।’

এর আগে সরকারি চাকরিতে কোটা ইস্যুকে ঘিরে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে গত বৃহস্পতিবার (১ আগস্ট) স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়। তবে আন্তঃনগর ট্রেন চালাচল বন্ধ ছিল। রেলওয়ের এ সিদ্ধান্তের ফলে আগামীকাল স্বল্প দূরত্বের ট্রেনও চলবে না।

এ জাতীয় আরও খবর