শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঁজোয়া যানসহ পুলিশের অবস্থান

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনভর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ। হলের সামনের সড়কেও অবস্থান নেয় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি ও মহানগর শাখার নেতা-কর্মীরা।

এসময় আন্দোলনকারীরা বেশ কয়েকটা ককটেল বিস্ফোরণ ঘটায়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে। সন্ধ্যা সাতটার দিকে পুলিশের একটা ফোর্স সাঁজোয়া যানসহ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হলের সামনে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করছে। হল ভেতরে আন্দোলনকারী আটকা পড়েছে।

উপস্থিত পুলিশের কর্মকর্তারা সমকালকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। সেখানে উপস্থিত আছেন শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ জাবেদ হোসেন।

এ জাতীয় আরও খবর