সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কোপায় গোল্ডেন বুট লাওতারোর, বল রদ্রিগেজের

news-image

স্পোর্টস ডেস্ক : কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। এতে উরুগুয়েকে ছাপিয়ে রেকর্ড ১৬ বার মহাদেশীয় এই শিরোপা জিতল আলবিসেলেস্তরা। এতে ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপের পর ফের কোপা আমেরিকা জিতে ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল হল আর্জেন্টিনা।

কোপার এবারের আসরে পার্শ্বচরিত্র হয়েই কাটালেন লিওনেল মেসি। বরং এবারের শিরোপা জয়ের বড় অবদান লাওতারো মার্টিনেজ আর এমি মার্টিনেজের। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছেন লাওতারো মার্টিনেজ। ইন্টার মিলানের অধিনায়ক ৬ ম্যাচে ৫ গোল করে জিতে নিয়েছেন এবারের আসরের গোল্ডেন বুট।

টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই গোল করেছেন লাওতারো। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ১ গোল করেছেন তিনি। এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে একমাত্র গোলটি করেন লাওতারো। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে দুটি গোলই করেন লাওতারো। আজ ফাইনালে তারই একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ফের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ অবদান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজেরও। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি কোপা আমেরিকায়ও পেলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস। আসরে আর্জেন্টিনার খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই গোল হজম করেননি মার্টিনেজ।

এছাড়া আসর জুড়ে দারুণ ফুটবল উপহার দিয়ে কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেজ হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। টুর্নামেন্টে সর্বোচ্চ ছয়টি অ্যাসিষ্ট করেন রদ্রিগেজ। ২০১১ সালের পরিসংখ্যান রাখা শুরুর পর কোপার ইতিহাসে এটাই এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। ফাইনালে সাফল্য না পেলেও ৩৩ বছর বয়সী এই তারকাকে দেওয়া হয়েছে গোল্ডেন বল।

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ

প্রিয়াঙ্কার ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন

জোভানের প্রেম ও বিয়ের গল্প!

উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন, নিহত ৫১

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে গুম-খুনের বিচার হবে

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার প্রস্তাব

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

২৫ মার্চের মধ্যে বাড়িভাড়ার চুক্তি না করলে দায় হজ এজেন্সির

সোনার দাম বাড়লো, ভরি ১৫৩৪৭৫ টাকা

অনুসন্ধানে দুদক: ঠিকাদারি কাজে শেখ সেলিমের হাজার কোটির কমিশন বাণিজ্য

সেনা পাহারায় বিএমইউ ছাড়লেন অনিন্দিতা দত্ত

‘কাঁড়ি কাঁড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব’