মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঁধ নির্মাণে যেন সড়কের ক্ষতি না হয়, সতর্ক করল সংসদীয় কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাঁধ নির্মাণে মাটি খননের ফলে সড়কের যেন ক্ষতি না হয়, সেজন্য মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (১০ জুলাই) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রমেশ চন্দ্র সেন এমপি।

বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, মোহাম্মদ নজরুল ইসলাম এমপি, মো. আফজাল হোসেন এমপি, নুরুন্নবী চৌধুরী এমপি, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে এমপি, রনজিত চন্দ্র সরকার এমপি এবং এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এমপি, নাজনীন নাহার রশীদ এমপি আলোচনায় অংশগ্রহণ করেন। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের চতুর্থ বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়কে টেকসই বাঁধ নির্মাণ, বিদ্যমান বাঁধগুলো শক্তিশালীকরণের পাশাপাশি বাঁধ নির্মাণে মাটি খননের কারণে সড়ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করে। বৈঠকে ড্রেজারের মেশিন নিয়মিত পরীক্ষাকরণ, কাটার সেকশনগুলো পরিষ্কারকরণ ও পাম্প সঠিকভাবে চলছে কি না তা মনিটরিং করার এবং প্রয়োজনে জনবল বৃদ্ধি করে ড্রেজার পরিচালনা করার জন্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।

সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে পানি সম্পদ সম্পর্কিত সম্পদের ক্ষয়ক্ষতির প্রতিবেদন উপস্থাপন করা হয়, উপকূলে বাঁধ ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে পানিসম্পদ মন্ত্রণালয় কাজ শুরু করায় ও ঘূর্ণিঝড় চলাকালীন নিরলসভাবে কাজ করে যাওয়ায় কমিটির পক্ষ থেকে পানি সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। তিস্তা সেচ প্রকল্প কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি এবং ডালিয়ায় তিস্তা নদী খননে গৃহীত ব্যবস্থা ও নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সিলেট জেলার সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার দশগ্রাম মাহতাবপুর ও রাজাপুর পরগনা বাজার এলাকায় সুরমা নদীর উভয় তীরের ভাঙন হতে রক্ষা প্রকল্পের অগ্রগতি এবং ড্রেজার ও মেকানিক্যাল ডিভিশনের কার্যক্রম ও এর অগ্রগতি ও এসব প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়, সেইসঙ্গে প্রকল্পের কাজ দ্রুত সমাপ্তের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

নবীনগরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নবীনগরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলে ২ যুবকের

ড. ইউনূস ও পোপ ফ্রান্সিসের লড়াই ছিল একই সূত্রে গাঁথা: ইতালির গণমাধ্যম

টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

জনগণ কারা, প্রধান উপদেষ্টার কাছে জানতে চান খসরু

এজলাসের ফটকে সাবেক আইনমন্ত্রী আনিসুলকে কিল-ঘুষি

দেশে জঙ্গি নেই এ নিশ্চয়তা কেউ দিতে পারে না: আইজিপি

হ্যাটট্রিক করতে না পারা নিয়ে যা বললেন তাইজুল

ইঁদুর দৌড়াদৌড়ি করে এমন কারাগারে খালেদা জিয়াকে রেখেছিল আ.লীগ : মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা করতে জাপান যাচ্ছেন পররাষ্ট্রসচিব

হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা