শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে নতুন প্রেসিডেন্ট: ঘরে-বাইরে চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

news-image

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে দেশ, অঞ্চল ও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। একদিকে তিনি নিজ দেশের সবপক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার ঘোষণা দিয়েছেন, অন্যদিকে তার পশ্চিমের সঙ্গে সম্পর্ক স্থাপনের নীতি বাস্তবায়নেরও প্রত্যাশা ব্যক্ত করেছেন। ইরানি জনগণের সমর্থন ছাড়া তার চলার পথ মসৃণ হবে না। ফলে পেজেশকিয়ানকে ঘরে-বাইরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

ইরান ফ্রন্ট পেজের খবরে বলা হচ্ছে, প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্য ও পশ্চিমের নীতি বাস্তবায়নে পেজেশকিয়ানকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করতে হবে। এক্ষেত্রে তিনি শক্তিশালী সংস্কারবাদী ভিত্তিকে আরও শক্ত করতে চাইবেন।

এদিকে বিরোধী রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান (পিএমওআই) দাবি করেছে, দেশটির ৯১ শতাংশ মানুষ দ্বিতীয় দফার ভোট বয়কট করেছে।

ইরানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। পোস্টে প্রবীণ আইন প্রণেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরানের জনগণের সাহচর্য, সহানুভূতি এবং বিশ্বাস ছাড়া সামনের পথটি তার জন্য মসৃণ হবে না। জনগণকে লক্ষ্য করে তিনি বলেছেন, আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, আমাকে একা ছেড়ে দেবেন না।

পেজেশকিয়ান ৫৩ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এদিকে পেজেশকিয়ানের সংস্কারবাদী ভিত্তি ও সমর্থন থাকলেও তিনি নিজেকে সংস্কারবাদী বলতে অস্বীকার করেছেন। তিনি পোস্টে লেখেন, ‘আমার কোনো দল বা সমর্থন ছিল না। লোকেরা আমাকে সাহায্য করেছে এবং আমি সবার কাছে কৃতজ্ঞ।’

আছে পশ্চিমের সঙ্গে বিরোধের ঝুঁকি

এনবিসি কানেকটিকাটের প্রতিবেদনে বিশেষজ্ঞরা দাবি করেন, পেজেশকিয়ানের সামনে কিছু জটিল পরিস্থিতি মোকাবিলার বিষয় রয়েছে। তাকে ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে সৃষ্ট উত্তেজনা সামাল দিতে হবে। ইরানের অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে হবে। সেক্ষেত্রে মার্কিন তথা পশ্চিমাদের সঙ্গে যে কোনো ধরনের বিরোধের ঝুঁকি তাকে এড়াতে হবে।

ওই নিবন্ধে বলা হয়, সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রতন্ত্রে কোনো পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেননি। বরং তিনি সর্বোচ্চ নেতাকে বরাবরই সহায়তা করে এসেছেন।

নির্বাচন বয়কট ৯১ শতাংশ ভোটারের

পিএমওআই দাবি করেছে, ৯১ শতাংশ মানুষ খামেনির দ্বিতীয় দফা নির্বাচনী অনুষ্ঠান বয়কট করেছে। সংগঠনটি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। তাদের দাবি, মাত্র ৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ৩১ প্রদেশের ২৪৮ শহর ও ৬০টি গ্রামের ২ হাজার ভোটকেন্দ্রের তথ্যের ভিত্তিতে এই তথ্য দিয়েছে সংগঠনটি। ওই দুই হাজার ভোটকেন্দ্রে মোট ভোটার ছিল ১ লাখ ৮৮ হাজার ৪৮০ জন।

পিএমওআই সোশ্যাল হেডকোয়ার্টার্সের প্রতিবেদনে বলা হয়, ভোট জালিয়াতির জন্য আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিল। সর্বোচ্চ নেতা খামেনি ভোটের দিন সকালে বলেন, ‘ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে জনগণের উৎসাহ আগের চেয়ে বেশি’। এই দাবির মাধ্যমে তিনি ভোটার উপস্থিতির ব্যাপারে একটি বানোয়াট ভিত্তি তৈরি করার চেষ্টা করেন।

কে এই পেজেশকিয়ান

মাসুদ পেজেশকিয়ান ইরানের দেশটির পশ্চিম আজারবাইজান প্রদেশের বাসিন্দা। তিনি ১৯৫৪ সালে সালে মাহাবাদ শহরে জন্ম নেন। তার বাবা ইরানি-আজেরি ও মা ইরানি-কুর্দি।

পেজেশকিয়ান জেনারেল মেডিসিনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি যখন মেডিকেলের তরুণ ছাত্র, তখন পাহলভি শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের দলে ভিড়েছিলেন। ১৯৮০র দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় তিনি যোদ্ধা হিসেবে চিকিৎসকের দায়িত্ব পালন করেন।

পেজেশকিয়ান ২০০১ সালে ইরানের স্বাস্থ্যমন্ত্রী হন। তিনি পূর্ব আজারবাইজান থেকে ২০০৮ থেকে টানা সংসদ সদস্য ছিলেন।

এ জাতীয় আরও খবর

জনগণ জামায়াতের উপর আস্থা রাখতে চায়: এটিএম মা’সুম

করোনার নতুন সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে যা করবেন

কার্যকর ও টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপি

ইরানের শক্ত প্রতিরোধে সংলাপের পথে পশ্চিম

জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে পুলিশ

ফেসবুক, অ্যাপল ও গুগলের ১৬০০ কোটি পাসওয়ার্ড ফাঁস

হাসনাহেনায় মুগ্ধতা ছড়ালেন পরীমণি

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ইসরায়েল-ইরান যুদ্ধ নিয়ে বৈঠকে আরব বিশ্ব

এবার ব্রাজিলিয়ান ক্লাবের দাপটে ধরাশায়ী চেলসি

পুলিশের লাঠিচার্জের পর ফের সড়কে শিক্ষার্থীরা, শুয়ে পড়লেন রাস্তায়