সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত
বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৩০ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা স্থগিত থাকবে। তবে ৯ জুলাই থেকে যেসব পরীক্ষা হওয়ার কথা, সেগুলো যথারীতি সিলেট বিভাগেও অনুষ্ঠিত হবে।
যেসব পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলো নির্ধারিত রুটিনের পরে নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। চলতি বছর সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ৮২ হাজার ৭৯৫ জন।