রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়
পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদুল আজহার দিনে কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকলেও ঈদের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সকাল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার-পরিজন নিয়ে রাজধানীবাসীরা ভাসছেন ছুটির আমেজে।
গরম আর রোদ উপেক্ষা করে পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে রাজধানীর হাতিরঝিল, শিশুপার্ক, চিড়িয়াখানা, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান, আগারগাঁওয়ে বিমান বাহিনী জাদুঘর এবং বঙ্গবন্ধু নভোথিয়েটারে জড়ো হয়েছেন নগরবাসী।
রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান জাতীয় চিড়িয়াখানা। বাঘ, সিংহ, হরিণ, ময়ূর, বানর, সাপ, নানারকম পাখি ও জলহস্তীসহ বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উত্তরা থেকে পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছেন মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘চিড়িয়াখানা ঘুরে দেখে খুব ভালো লাগছে। তবে, চিড়িয়াখানার এরিয়া অনেক বড় হওয়ায় সবটুকু ঘুরে দেখা সম্ভব হচ্ছে না। পা ব্যথা করছে। গরমে বাচ্চাদের কষ্ট হয়ে যাচ্ছে। তাই যতটুকু সম্ভব ঘুরে দেখালাম। চিড়িয়াখানার পরিবেশটা আগের চেয়ে একটু উন্নত হয়েছে।’
ঈদের এই ছুটিতে রাজধানীর হাতিরঝিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার সকাল থেকেই নগরবাসীর পদচারণায় মুখর হয়ে ওঠে হাতিরঝিল। ঈদ উপলক্ষে হাতিরঝিলও সেজেছে নতুন সাজে। নতুন সাজে প্রস্তুত করা হয়েছে চক্রাকার বাস ও ওয়াটার বোট। এ ছাড়া আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক ও সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘরে মানুষ পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগের জন্য ভিড় জমাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ঈদ উপলক্ষে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি যাত্রী পরিবহনের পাশাপাশি ভ্রমণের জন্য ব্যবহার করা হচ্ছে। ৩০ মিনিট হাতিরঝিলে ঘুরতে খরচ করতে হচ্ছে জনপ্রতি ৮০ টাকা। হাতিরঝিল ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজারকে সড়ক এবং নৌপথে যুক্ত করেছে।
রাজধানীর মালিবাগ থেকে ওয়াটার ট্যাক্সিতে ঘুরতে এসেছেন দুই ভাই আব্দুল্লাহিল আল হামজা (১৭) আর হাবীবুল্লাহ আল হাদী (১৩)। হাদী বলেন, ‘ট্রেনে ভিড়ের কারণে টিকিট থাকার পরেও বাড়িতে যেতে পারিনি। তাই ঈদের দিন জাতীয় ঈদগাহে নামাজের পরে ঢাকার রমনা পার্ক, টিএসসি ঘুরেছি। আজকে হাতিরঝিল ঘুরতে এসে ওয়াটার ট্যাক্সিতে উঠলাম। কিন্তু হাতিরঝিলের পানি কালো। পানিতে উৎকট দুর্গন্ধ। তারপরও ওয়াটার ট্যাক্সিতে উঠে খুব আনন্দ করছে। সন্ধ্যায় মেট্রোতে ঘুরে ভাইয়ের বাসায় যাব।’
ধানমন্ডি লেকপাড়ে ঈদে সব বয়সী মানুষের ভিড় বাড়ে। এখানে ঘুরতে আসা তৌফিক হাসান বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে ধানমন্ডি লেকে ঘুরতে এসেছি।’ ‘তার বাবা লুৎফর রহমান জানান, এমনিতেই বাচ্চাদের নিয়ে বের হওয়ার সময় পায় না। ঈদের পর দিন তাই বের হয়েছি। সারাদিন ঘুরে রাতে বাসায় ফিরব।’
রমনা উদ্যানে বিকেলে ঘুরতে এসেছেন তিন বান্ধবী সানজিদা শরমিন, শারমিন আক্তার আর সুচনা। কিন্তু উদ্যানে ঢুকতে লম্বা লাইনের কারণে তারা না ঢুকেই টিএসসি আর ধানমন্ডী লেকে যায়। শারমিন আক্তার বলেন, ‘ঈদের দিন কোরবানি নিয়ে ব্যস্ত সময় গেছে। তাই আজ বিকেলে টিএসসি আর ধানমন্ডি লেকে ঘুরতে এসেছি। রাতে স্টার সিনেপ্লেক্সে ঈদের নতুন সিনেমা দেখতে যাব।’