ড্রপ ইন উইকেটে জোর প্রস্তুতি টাইগারদের
স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজ হেরেছে বাংলাদেশ। ওই তিন ম্যাচে যুক্তরাষ্ট্রের আবহাওয়ার সঙ্গে পরিচয়ের সুযোগ হয়েছে বাংলাদেশ দলের। কিন্তু বিশ্বকাপের উইকেটের সঙ্গে পরিচয় ওই তিন ম্যাচ থেকে হয়নি। কারণ সিরিজটি বিশ্বকাপ ভেন্যুতে আয়োজন করা হয়নি।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ রাখা হয় বাংলাদেশ দলের জন্য। প্রথমটি স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাখা হলেও বৈরি আবহাওয়ার কারণে তা বাতিল হয়ে যায়। যে কারণে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের অন্যতম চিন্তার জায়গা ‘ড্রপ ইন উইকেটে’ খেলার সুযোগ হয়নি শান্ত-সাকিবদের।
ভারতের বিপক্ষে ১ জুন অন্য প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে। ম্যাচ দুটি হবে ড্রপ ইন উইকেটে। যে কারণ ভারতের বিপক্ষে ম্যাচটি নতুন ধরনের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার শেষ সুযোগ।
তার আগে শুক্রবার নিউ ইয়র্কে ড্রপ ইন উইকেটে অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ব্যাটাররা। যদিও অনুশীলন করতে হয়েছে বিশ্বকাপের মূল ভেন্যু থেকে পাঁচ কিলোমিটার দূরের একটি মাঠে। তবে নতুন ধরনের উইকেট নিয়ে কোন অভিযোগ করেননি ক্রিকেটাররা।
সংবাদ মাধ্যম ক্রিকবাজকে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেছেন, ‘ড্রপ ইন পিচে অনুশীলন নিয়ে ক্রিকেটাররা কোন অভিযোগ করেনি। উইকেটের বাড়তি বাউন্স ও টার্নের সঙ্গে মানিয়ে নিতে তারা যতটা সম্ভব অনুশীলন করেছে। উইকেট ঠিক আছে, বল ভালো ব্যাটে এসেছে।’
ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুত ম্যাচ নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে। সেখানকার ড্রপ ইন উইকেট কেমন আচরণ করবে তা অবশ্য নিশ্চিত নন টিম ম্যানেজমেন্টের ওই সদস্য, ‘উইকেটে কিছুটা বাউন্স আছে। তবে ব্যাটাররা তা উপভোগ করবে। উইকেটগুলো অল্প ক’দিন আগে বসানো হয়েছে। একবার উইকেট ঠিকঠাক বসে গেলে খেলা সহজ হবে।’