সন্ধ্যার পর থেকে সড়কে গাড়ি কম, নগরবাসীর ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করলেও এখনো এর প্রভাব রয়েছে। সোমবার (২৭ মে) ঢাকাসহ সারাদেশে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। ঝিরিঝিরি বৃষ্টি থাকায় রাস্তাঘাটও ফাঁকা দেখা গেছে। গণপরিবহনেও মানুষের সংখ্যা ছিল কম। সন্ধ্যার পর অফিসফেরত ব্যক্তিরা পড়ছেন ভোগান্তিতে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরে বের হয়েছেন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাতেও রাজধানীতে বৃষ্টি চলমান থাকবে। একই সঙ্গে মঙ্গলবার সারাদিনও ঝিরিঝিরি বৃষ্টির আভাস দিয়েছে তারা।
টানা বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও রাস্তার পাশে গাছ ভেঙে পড়েছে। এতে যানচলাচল বিঘ্নিত হয়েছে। রাজধানীর নিউ মার্কেট, মিরপুর, মৌচাক, শান্তিনগর, সিদ্ধেশ্বরীসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে অনেকেই দোকান খুলতে পারেনি।
সরেজমিন দেখা গেছে, টানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ রাস্তাঘাটই ফাঁকা। গণপরিবহনেও যাত্রী ছিল কম। অস্বস্তিতে রয়েছেন রিকশাচালকরাও। বৃষ্টির কারণে ভাড়া পাননি তারা। অফিসফেরত ব্যক্তিরাও পড়ছেন ভোগান্তিতে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরে বের হয়েছেন।
রাজধানীর মৌচাক মোড়ের অফিসফেরত আলতাফ হোসেন বলেন, টানা বৃষ্টি হচ্ছে-থামাথামি নেই। এদিকে পানি উঠে হেঁটে যাওয়ার মতো অবস্থাও নেই। রিকশাভাড়াও হঠাৎ বেড়ে গেছে। ভিজে ভিজে বাসায় যাচ্ছি।
আব্দুল হাই নামের এক রিকশাচালক বলেন, সকাল থেকে বের হতে পারিনি। দুপুরের পর বৃষ্টি কম দেখে বের হইছি। কিছুক্ষণ ভাড়া টানি, আবার কিছুক্ষণ কোনো দোকানপাটের সামনে বিশ্রাম নেই।
এদিকে টানা বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও রাস্তার পাশে গাছ ভেঙে পড়েছে। এতে যানচলাচল বিঘ্নিত হচ্ছে।
এদিকে বৃষ্টিতে সাধারণ মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া বের হতে পারেনি। মগবাজারের বাসিন্দা জোবায়ের হোসেন জানান, দিনভর বাসা থেকে বের হতে পারিনি। সন্ধ্যার পর বাসার জন্য বাজার করতে বের হয়েছি। সারাদিনই বাসায় বসা। দোকানেও যেতে পারিনি।