শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হত্যার ৬০ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনভর অপেক্ষার পর শূন্যহাতে ফিরেছেন দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মিনহাজুল ইসলামের পরিবার। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে শূন্য রেখায় বিজিবি-বিএসএফ বৈঠক হলেও তাতে লাশ শনাক্ত ছাড়া আর কোনো কিছু মেলেনি।

এদিকে হত্যার ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও মরদেহ ফেরত না দেয়ায় নিহত মিনারের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সকাল থেকে বিজিবির দাইনুর সীমান্ত ফাঁড়ির সামনে অপেক্ষা করতে থাকে নিহত মিনহাজের পরিবারসহ এলাকাবাসী। বিকেল পর্যন্ত লোকজন লাশ ফেরত পাওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু সকালে দীর্ঘ সময় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে শুধুমাত্র লাশ শনাক্ত করা হয়।

পরে জানা যায়, বিকেলে লাশ ফেরত দেওয়া হবে। বিকেল ৫টায় বিজিবির একাধিক সূত্র জানায়, শনিবার আর লাশ ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনোকিছু জানানো হয়নি।

বিকেল ৫টার পর শূন্যহাতে ফিরে আসে স্বজন ও এলাকাবাসী। এ বিষয়ে ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের মহিলা সদস্য রুমানা পারভীন বলেন, ‘আমরা বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। লাশ দ্রুত হস্তান্তরে আমরা আপ্রাণ চেষ্টা করছি।’

নিহত মিনহাজের বাবা বলেন, ‘আমার ছেলেটা কী অপরাধ করলো জানি না। তাকে মেরে ফেলা হলো। এখন লাশটা রেখে ভারতের কী লাভ? আমরা আমাদের কলিজার টুকরাকে পেলে অন্তত দাফনটা করতে পারবো। বিএসএফ কেন এই তালবাহানা করছে? আমরা চাই-দ্রুত ছেলের লাশ ফেরত দেওয়া হোক।’

নিহত মিনহাজের চাচাতো ভাই রুবেল হাসান বলেন, ‘আমার ভাইকে বিএসএফ হত্যা করে ভারতে নিয়ে গেছে। এত সময় পার হয়ে গেল, কিন্তু তার লাশটা ফেরত দিলো না এখনো। আমরা এর বিচার চাই এবং আমার ভাইয়ের লাশ তাড়াতাড়ি ফেরত চাই।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর বিওপি ৩১৪/১ নম্বর মেইন পিলারের কাছে কচ্ছপের শুঁটকি আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয় খানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা