বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সত্যিটা আসলে কী

news-image

সত্যিটা আসলে কী
শিমুল আহমেদ
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে গেল শুক্রবার রাতে খল অভিনেতা ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বর-কনের ঘনিষ্টজন ছাড়াও উপস্থিত ছিলেন অতিথিরা। ছিলেন সিনেমা অঙ্গনের হাতেগোনা কয়েকজন। ওই অনুষ্ঠানেই চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খানের মধ্যে ‘অপ্রীতিকর’ এক ঘটনা ঘটে, যা খবরের শিরোনাম হয়েছে দেশের সংবাদ মাধ্যমগুলোতে।

সেখানে পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুম‌কি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। এর আগে জায়েদকে দেখতে পেয়ে সোজা গিয়ে চড় মেরেছেন বলে জানিয়েছেন ওমর সানী। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

সানী বলেন, ‘সে (জায়েদ খান) দীর্ঘদিন ধরে আমার বউকে (চিত্রনায়িকা মৌসুমী) ডিস্টার্ব করছে। আমাদের বিভিন্ন কাজেও বাগড়া দিয়ে আসছে। আমাদের অনেক কাজই সে বন্ধ করে দিয়েছে। কিন্তু তারপরও আমি চুপ ছিলাম, মাটির দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমার কাছে অনেক প্রমাণ আছে।’


ওমর সানী আরও বলেন, ‘আমি তাকে গিয়ে চড় মারছি। আর এটা তো সবাই জানে, সে একজন পিস্তলধারী। তার কাছে লাইসেন্স করা পিস্তল আছে। সে কোমরে হাত দিয়ে আমাকে বলল, “পিস্তল দেখছোস, গুলি কইরা মাইরা ফেলামু।” এটা তো বিশ্বাস করতেই হবে। একজনের বিয়ের অনুষ্ঠানে তো আর অশোভনীয় আচরণ করা যায় না। তাই আমি আর কিছুই বলিনি। ঘটনাটি সেকেন্ডের মধ্যে ঘটেছে আর সেকেন্ডের মধ্যেই সব আউট হয়ে গেছে। তাই বিষয়টি নিয়ে অনুষ্ঠানে তেমন কিছুই বলিনি, বের হয়ে এসেছি।’

কিন্তু ওমর সানীর বিপরীতে কথা বলছেন জায়েদ খান। তার ভাষ্য, ‘তিনি (ওমর সানী) আমাকে কোন চড় মারেনি, এই কথাটা আপনারা কেন বিশ্বাস করছেন না। সে মিথ্যা বলছেন। আমার কাছে মনে হচ্ছে এটা আমাকে নিয়ে একটি ষড়যন্ত্র। সে ইদানিং নিপুণদের (চিত্রনায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার) সঙ্গে মিলে নানা কাজ করছেন। এটি তারই একটি খেলা হতে পারে।’

এই চিত্রনায়ক আরও বলেন, ‘এটা নাটক ছাড়া আর কী। গেটের বাইরে মেটাল ডিটেক্টর ছিল। অনেক ভিআইপি অতিথিরা সেখানে ছিলেন। এমন একটি অনুষ্ঠানে পিস্তল নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। পুরো ঘটনাটি সাজানো একটি নাটক, বিশ্বাস করেন।’

ওই অনুষ্ঠানে ওমর সানী মাতাল অবস্থায় ছিলেন উল্লেখ করে জায়েদ বলেন, ‘আপনারা হয়তো জানেন না, সে কিন্তু ওখানে মাতাল অবস্থায় ছিল। এটার প্রমাণ আমার কাছে আছে।’

এমন বিষয় নিয়ে আর চুপ থাকতে পারেননি ডিপজল। তিনি জানান, শত শত অতিথিকে অভ্যর্থনা জানানো নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে যে ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রপাড়া এখন উত্তাল, তা পুরোটি ভিত্তিহীন ও অসত্য। এমন কোনো ঘটনা সেদিন ঘটেনি।

ডিপজলের ভাষ্যমতে, ‘ওমর সানী ও জায়েদকে আমিই অনুষ্ঠানে অভ্যর্থনা জানিয়েছি। যদি ধরেও নিই তাদের মধ্যে কোনো মনোমালিন্য রয়েছে, তাহলে কি তারা একটি বিয়ের অনুষ্ঠানে এসে এমন ঘটনা ঘটাবে? এটা কি বিশ্বাসযোগ্য? তারা তো শিল্পী, তারা জানে কোথায় কী ধরনের আচরণ করতে হয়। ফলে পুরো বিষয়টিই ভিত্তিহীন ও অসত্য।’

কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এসব কথা রটানো হচ্ছে দাবি করে এই খল অভিনেতা বলেন, ‘এখন কেউ কেউ যদি কোনো উদ্দেশ্য নিয়ে এ ধরনের কথা ছড়িয়ে থাকে, তাহলে বলব তারা ভালো কাজ করেনি। যারা এসব কথা ছড়িয়েছে, তারা চলচ্চিত্রের বদনাম করার জন্য করছে। আমার ছেলের বিয়ের অনুষ্ঠান যেখানে হয়েছে, সেটি অত্যন্ত সুরক্ষিত এবং নিরাপত্তা বেস্টিত। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টর ছিল। প্রত্যেককেই এই নিরাপত্তা বেস্টনির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের পিস্তল বা অন্য কোনো অস্ত্র নিয়ে প্রবেশ করার সুযোগ নেই। কাজেই জায়েদ বা অন্য যে কেউ হোক না কেন, কারও পক্ষেই অস্ত্র নিয়ে প্রবেশ করার অনুমতি ছিল না। যারা জায়েদ ও ওমর সানীর কথিত ঘটনা ছড়িয়েছে, তারা ভালো কাজ করেনি। এটি অত্যন্ত দুঃখজনক।’

কী ঘটেছিল বিয়ের অনুষ্ঠানে

জানা গেছে, ডিপজলের ছেলের বিয়েতে হাতেগোনা কয়েকজন সিনেমা অঙ্গনের শিল্পীকে দাওয়াত দেওয়া হয়েছে। এ তালিকায় ছিলেন বরেণ্য অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, ওমর সানী, জায়েদ খান, জাকির হোসেন, হাসান জাহাঙ্গীর, ববিসহ কয়েকজন।

এ বিষয়ে রোজিনা দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘যেখানে অনুষ্ঠান হয়েছে, সেখানে অনেক সিসি ক্যামেরা আছে। আর যেখানে সিনেমার মানুষজন থাকে, সেখানে তো ক্যামেরার শেষ নেই। এমন একটি ঘটনা ঘটে গেল অথচ আমরা কেউই টেরই পেলাম না।’

সেখানে আসলে কী হয়েছিল জানতে চাইলে রোজিনা বলেন, ‘আমাকে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে, আমি গিয়েছি। গেট দিয়ে ঢুকে দেখলাম এক কর্ণারে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। ডিপজল ভাই আমাকে নিয়ে গেলেন, আমি বসলাম। সেখানে অঞ্জনা আপা, জায়েদ খানসহ আরও অনেকেই ছিল। তখনো ক্যামেরা ছিল। আর আমরা এই কজনই সিনেমার মানুষ ছিলাম। এরপর খাবারের পালা। ডিপজল ভাইসহ আমরা একটি টেবিলে বসলাম। একটা সময় দেখলাম, ওমর সানী আসছে। কিন্তু সে আমাদের টেবিল থেকে অনেক দূরে। আমরা তার দিকে তাকালাম, সানীও আমাদের দিকে তাকাল। সব কিছু স্বাভাবিক ছিল। এরপর সে আমাদের টেবিলে আসল। তারপর আমি জানি না। খাবার শেষে আমরা বর-কনের স্টেজে উঠলাম, ছবি তুললাম। কিন্তু তখন সানী ছিল না। ডিপজল ভাই কিন্তু সবসময়ই আমাদের পাশেই ছিল।’

রোজিনা আরও বলেন, ‘আপনার কেন অন্যের কথায় কান দিচ্ছেন। ওখানে তো সিসি ক্যামেরা ছিল, এ ছাড়া অনেক ক্যামেরা ছিল, তা দেখলেই তো সব পরিষ্কার হয়ে যায়। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই এর বিচার হওয়া দরকার—সে যেই হোক। সবশেষে বলব, আমি যতক্ষণ ছিলাম এমন কোনো সেখানে ঘটেনি।’

চিত্রনায়িকা অঞ্জনা বলেন, ‘আমি সানীর সঙ্গে কথা বলেছি, জানতে চাইলাম কী হয়েছে। কারণ ওই দিন অনুষ্ঠানে ডিপজল, রোজিনা, জায়েদ আমরা সব একসঙ্গেই ছিলাম। আমি রাত সাড়ে ৮টায়, জায়েদ পৌনে ৯টায় আর রোজিনা ৯টায় অনুষ্ঠানে আসছে।’

অনুষ্ঠানে আপনি কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, উত্তরে অঞ্জনা বলেন, ‘আমরা সবাই খেতে বসছি, হঠাৎ দেখলাম সানী চলে যাচ্ছে। জায়েদ দাঁড়িয়ে বলছে, “সানী ভাই, সানী ভাই”। আর ডিপজল বলছে, “এই সানী, এই সানী”। তখন দেখলাম সানী রাগান্বিত চেহারায় ছিল। কোনো সাড়া দিল না, সানী চলে গেল।’

তিনি আরও বলেন, ‘আজ সানীকে আমি ফোন দিয়েছি সে বলল, “আমি ওকে (জায়েদ খান) চড় মেরেছি। কেন মেরেছি, কী কারণে মেরেছি সব পরে বলব। ঘটনাটি শুধু ডিপজল ভাইকে জানিয়েছি। তুমি আমার পরিবারের একজন, তোমাকেও আমি বিস্তারিত সব বলব।” তবে আমার একটু সন্দেহ লাগছে, জায়েদ এত লোকের সামনে পিস্তল বের করবে! সানী ওকে চড় মারতে পারে, ঠিক আছে! যে কোনো ঘটনার কারণে হতে পারে। তবে জায়েদ এত বড় ভুল করবে, আমার সন্দেহ লাগছে। অনুষ্ঠানে ৮-১০ হাজার লোক, সবখানে সিসি ক্যামেরা—এমন একটি স্থানে পিস্তল বের করার বিষয়টি আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। তবে সানী চড় মারতে পারে, ওর রাগান্বিত চেহারা দেখে বোঝা গেছে কিছু একটা হয়েছে।’

সত্যি বলছে কে?

এ বিষয় নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও। তাই বিভ্রান্তি কাটাতে হলে উপস্থিত কারও না কারও ক্যামেরার ফ্রেমে ধরা পরা ঘটনার দৃশ্য বা কনভেনশন সেন্টারের সিসি ক্যামেরাই এখন শেষ ভরসা। আর যদি সেখানেও এই ঘটনার সত্যতা না মেলে, তবে বুঝতে হবে তাদের মধ্যে কেউ একজন মিথ্যা বলছে!