বিপিএলের চতুর্থ আসর ৬ নভেম্বর
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হবে চলতি বছর ৬ নভেম্বর থেকে। রবিবার (১৯ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এর আগে তৃতীয় আসরটি বসেছিল ২০১৫ সালের ২৪ নভেম্বর। সে আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের শর্ট ফরমেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।