রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উদ্বোধনের তিন দিন পর ভারতের ত্রিপুরায় পৌঁছেছে ট্রান্সশিপমেন্টে পণ্যের প্রথম চালান

download (31)আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ উদ্বোধনের তিন দিন পর ট্রান্সশিপমেন্টে পণ্যের প্রথম চালান ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁচ্ছে আজ। আজ রবিবার দুপুর দেড়টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দর থেকে মোট ৮৪ মেট্রিকটন রড নিয়ে ১টি টেইলর ও ৩টি ট্রাকে করে আখাউড়া স্থল বন্দরের উদ্যোশে ছেড়ে গেছে। গত বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি আনুষ্ঠানিক টান্সশিপমেন্ট কার্যক্রম উদ্বোধন করলেও জাহাজ থেকে পণ্য খালাস না হওয়া, কাগজপত্র প্রক্রিয়া এবং ট্রাক জটিলতার কারণে দুদিন পর আজ রবিবার দুপুরে কাস্টমসের ছাড়পত্র শেষে ১টি টেইলর ও ৩টি ট্রাকে পন্য আনলোড শেষে আশুগঞ্জ নদী বন্দর থেকে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৩টা নাগাত আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গিয়ে পৌছবে এ পন্য জানিয়েছেন কলকাতা থেকে ত্রিপুরা রাজ্যের আগরতলায় মালামাল পৌছে দেয়ার দায়িত্বে থাকা বাংলাদেশী ঠিকাদারী প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেড এর প্রতিনিধি হাজী মোঃ আনিছুর রহমান।
বিআইব্লিউটিএর আশুগঞ্জ নৌ বন্দরের পরিদর্শক মো. শাহআলম জানান, ট্রান্সশিপমেন্ট কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পণ্য জাহাজ থেকে পুরোপুরি খালাস না হওয়ায় এবং কাগজপত্র ও ট্রাক নির্ধারণ না হওয়ায় পণ্য পরিবহন কার্যক্রম শুরু হতে তিনদিন সময় লেগেছে। রবিবার কাস্টমসের ছাড়পত্র শেষে সকল প্রক্রিয়া শেষ করে না দুপুরে ত্রিপুরার উদ্যোশে পণ্য পরিবহন শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা প্রমুখ। ৮৪ মেট্রিকটনের মধ্যে ১টি ট্রেইলরে ৩০ মেট্রিকটন ও প্রতিটি ট্রাকে ১৮ মেট্রিকটন করে ৩টি ট্রাকে ৫৪ মেট্রিকটন পন্য যাচ্ছে ভারতে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ভারত-বাংলাদেশ নৌ প্রটোকল (পিআইডবি¬উটিট) চুক্তির আওতায় ভারতীয় এক হাজার ৪ মেট্রিক টন লৌহজাত পণ্যবাহী এমভি নিউটেক-৬ কার্গো জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে খোলা ট্রাকে করে এই মালামাল পরিবহন করা হচ্ছে।
বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় এসব পণ্য পরিবহনে প্রতি টনে ১৯২ টাকা ২২ পয়সা হারে মাশুল আদায় করা হবে। এছাড়া ভয়েজ পারমিশন ফি, পাইলট ফি, বার্দিং (অবস্থান) ফি, ল্যান্ডিং ফি, চ্যানেল চার্জ ও লেবার হোলিং চার্জসহ জাহাজটি থেকে বাংলাদেশ পাবে দুই লাখ ৯৫ হাজার ৩৬৫ টাকা। এর আগে দুই দফায় বিনা মাশুলে বিশেষ মানবিক কারণ দেখিয়ে ভারতের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ভারি যন্ত্রাংশ, কেমিক্যাল পদার্থ ও খাদ্য পণ্য চাল ত্রিপুরা রাজ্যে ট্রান্সশিপমেন্ট করা হয়েছে। এবারই প্রথম মাশুল দিয়ে এক হাজার ৪ মেট্রিক টন লৌহজাত পণ্য আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মা হলেন স্বাগতা

আ. লীগ ও রোহিঙ্গা ইস্যুতে বিবিসিকে যা বললেন ড. ইউনূস

কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক: জ্বালানি উপদেষ্টা

মমতার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশি হাইকমিশনার

প্রধানমন্ত্রীত্ব ঠিক হলে কি দেশে ফিরবেন তারেক রহমান: হান্নান মাসুদ

ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

ডেঙ্গু নিয়ে এক দিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি

ছাত্রদল নেতার ছাত্রত্ব শেষ, তবুও দখলে তিন সিটের কক্ষ

কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেওয়ার পক্ষে পরিকল্পনা উপদেষ্টা

হলে থেকেই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ঢামেক শিক্ষার্থীরা

নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ হলে স্বৈরাচার আরও পাকাপোক্ত হবে: বদিউল মজুমদার

আপত্তিকর ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের ডিসি ওএসডি