মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চলচ্চিত্রের নতুন চমক নিরব-মম জুটি

Nirob-বিনোদন প্রতিবেদক : রিচয়ে পরিচিত। ছোট পর্দা দিয়ে যাত্রা করলেও নিরব এখন পুরোদস্তুর চলচ্চিত্রে মনোযোগী। অন্যদিকে লাক্স তারকা জাকিয়া বারী মম নিয়মিত নাটক-টেলিছবিতে অভিনয় করছেন। পাশাপাশি গল্প ও চরিত্র পছন্দ হলে বড় পর্দাতেও হাজির হচ্ছেন।

নাটকে জুটি হয়ে কাজ করলেও বড় পর্দায় কখনো একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি নিরব-মম’র। সেই আক্ষেপ ঘুচিয়ে ঢাকাই ছবির ইন্ডাস্ট্রিতে নতুন রসায়ন নিয়ে হাজির হচ্ছেন তারা। হালের জনপ্রিয় এই দুই তারকা প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চলচ্চিত্রে। সম্প্রতি তারা চুক্তিবদ্ধ হয়েছেন ‘আমি শুধু তোর হবো’ নামের একটি ছবিতে। তরুণ নির্মাতা রফিক শিকদারের পরিচালনায় এটি প্রযোজনা করছেন ‘গেম’ খ্যাত প্রযোজক আবদুল মজিদ মিলটন।

মম এর আগে ছোট পর্দায় ‘অন্যরকম ভালোবাসা’ নামের একটি নাটকে নিরবের বিপরীতে অভিনয় করেছিলেন। সেটি ছিল নিরবে ক্যারিয়ারের প্রথম নাটক। তারপর নিরব-মম দুজনের মধ্যে বন্ধুত্বটা জমজমাট হয়। বিভিন্ন অনুষ্ঠান-পার্টিতে দেখা হলেও কাজ করা হয়ে ওঠেনি কখনো। অবশেষে দুই তারকার প্রত্যাবর্তন হলো বড় পর্দার জুটি হয়ে।

এ প্রসঙ্গে নিরব বলেন, ‘মম আমার অনেক দিনের পরিচিত। ভালো একজন বন্ধুও আমার। ছোট পর্দায় তার সঙ্গে কাজ করলেও বড় পর্দায় এবারই প্রথম জুটি বেঁধেছি। অনেকেই আমাদের জুটিকে অভিনন্দন জানিয়েছেন। আমরাও সকলের প্রত্যাশা অনুযায়ী ভালো কাজ করতে চাই। আশা করছি দর্শকদের মন জয় করতে পারবে নিরব-মম জুটি।’

মম বলেন, ‘বাস্তব জীবনে নিরব আমার খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে বোঝাপড়াও দারুণ। সে অনেকদিন ধরেই চলচ্চিত্রে নিয়মিত কাজ করছে। আমিও চেষ্টা করছি এখানে নিজেকে স্বমহিমায় মেলে ধরতে। সে ভাবনা থেকেই নতুন এই যাত্রা। আশা করছি নিরবের সঙ্গে আমার স্ক্রিন কেমিস্ট্রি পছন্দ করবেন দর্শক।’

মম ছবির গল্প নিয়ে বলেন, ‘আমি শুধু তোর হবো’ ছবির গল্পটা অসাধারণ। এর আগে ‘ছুঁয়ে দিলে মন’ ছবির সাফল্যের পর সবাই আমাকে জিজ্ঞেস করতেন কেন আমি চলচ্চিত্রে নিয়মিত হচ্ছি না। আসলে ভালো গল্প ও চরিত্রের অপেক্ষাতেই আমি নিজেকে সরিয়ে রেখেছিলাম। এই ছবির চিত্রনাট্য পড়ে মনে হয়েছে আমি এমন গল্প এবং চরিত্রের অপেক্ষাতেই ছিলাম। তাই কাজটি করতে রাজি হয়েছি।’

নির্মাতা রফিক শিকদার বলেন, ‘ছবির গল্পটা রোমান্টিক। ছবির চিত্রনাট্য আমার নিজেরই লেখা। গল্পটাও একেবারেই মৌলিক। গানগুলোও হবে শ্রুতিমধুর এবং সময়ের সেরা শিল্পীদের কণ্ঠে। সবমিলিয়ে ভালো একটি ছবি দর্শকদের উপহার দেয়ার প্রস্তুতি নিয়েই মাঠে নামছি। আশা করি দর্শক এই ছবিতে বিনোদিত হবেন।’

প্রযোজক আবদুল মজিদ মিলটন বলেন, ‘আমার প্রযোজিত গেম ছবিটি মুক্তি পায় গত বছর। এরপর অনেক কিছু বিশ্লেষণ করে আবারো প্রযোজনা করার সিন্ধান্ত নিয়েছি। আশা করি মন্দার বাজারে নতুন করে আশা জাগাবে ‘আমি শুধু তোর হবো’ ছবিটি।’

এদিকে, ‘আমি শুধু তোর হবো` ছবিতে নিরব-মম ছাড়াও থাকবেন কলকাতার আরো এক নায়িকা। সেই নায়িকার নাম আপাতত চকম হিসেবেই রাখতে চাইছেন ছবির নির্মাতা। তিনি জানালেন, চলতি মাসেই মহরত অনুষ্ঠিত হবে এ ছবির। সেখানেই বিস্তারিত জানানো হবে সব। এরপর ছবির শুটিং শুরু হবে পাবনায়।

এ জাতীয় আরও খবর

৩ উইকেট তুলে বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের

নাসিরনগরে ইউপি সদস্য  হিসেবে শপথ নিলেন সাড়ে তিন বছর আগে ঘোষিত ‘পরাজিত প্রার্থী’

হাওর রক্ষায় সরকার কাজ করছে: পরিবেশ উপদেষ্টা

বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে

ঐকমত্য কমিশনের যেসব প্রস্তাবে একমত বিএনপি

ট্রাম্পের জন্য হুমকি হয়ে উঠতে পারে ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’

মিরাজরাই হাসতে চান শেষ হাসি

যুদ্ধবিরতি নিয়ে আশা ও সংশয়

কক্সবাজার সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

শুল্ক ইস্যুতে ড. ইউনূসকে চিঠিতে যা লিখেছেন ডোনাল্ড ট্রাম্প

মুরাদনগরের মা, ছেলে ও মেয়েকে হত্যার মামলা ডিবিতে