বিপাশাকে ১০ কোটির বাংলো উপহার সালমানের!
বিয়ে থেকে রিসেপশন- আগাগোড়া বিপাশার পাশে ছিলেন বলিউডে তাঁর ‘বেস্ট ফ্রেন্ড’ সালমান। সপরিবারে। সবান্ধবী। রিসেপশনে বিপাশা আর করনকে পরামর্শ দিতেও দেখা গেছিল তাঁকে। শোনা যাচ্ছিল, পরামর্শর পাশাপাশি বন্ধুর বিয়েতে নাকি ১০ কোটি টাকার একটি ফ্ল্যাটও উপহার দেন সালমান। সেই জল্পনাতেই এবার পানি ঢাললেন বিপাশা। তেড়েফুঁড়ে টুইটারে লিখলেন, ‘এর থেকে বড় গাঁজাখুরি গল্প আগে শুনিনি। কারও থেকে এত দামী উপহার কেন নেব?’ গত ৩০ এপ্রিল মুম্বাইতে করনসিং গ্রোভারের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন বিপাশা বসু। রিসেপশনে শাহরুখ, সালমান, বচ্চনসহ ছিলেন বলিউডের তাবড় সেলেব্রিটি।
সূত্র: আজকাল