যশোরে জোড়া লাগানো দুই কন্যার জন্ম
নিউজ ডেস্ক : যশোরের চৌগাছা উপজেলার উজিরপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক কৃষকের স্ত্রী জোড়া লাগানো কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কন্যা শিশু দুটির হাত, পা, মাথা আলাদা রয়েছে। তবে তাদের পেট জোড়া লাগানো রয়েছে।
রিনা খাতুন (৩৫) নামের ওই গৃহবধূ শুক্রবার সকাল ৯টার দিকে চৌগাছার একটি বেসরকারি ক্লিনিকে অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। প্রসূতি ওই ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
জোড়া শিশুকে সকাল ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জোড়া লাগানো শিশু সুস্থ আছে বলে জানিয়েছেন সেবিকা ও চিকিৎসকরা।
নবজাতকের চাচা আকতারুজ্জামান বলেন, কৃষক মিন্টু হোসেন ও গৃহিনী রিনা খাতুনের তিন সন্তান রয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, জোড়া লাগানো শিশুকে এক নজর দেখার জন্য মানুষ শিশু ওয়ার্ডে ভিড় করছে।
শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা সেবিকা শারমিন নাহার বলেন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমানসহ কয়েকজন ডাক্তার শিশুটিকে কয়েক দফায় দেখেছেন। তারা শিশুকে ঢাকায় নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান জানিয়েছেন, শিশু দুটির শরীরের অর্গানগুলো যদি আলাদ থাকে, তবে তাদের ঢাকা নিয়ে আলাদা করা সম্ভব হবে।