ঢাকাস্থ নাসিরনগর উপজেলা ছাত্র কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ॥ ঢাকাস্থ নাসিরনগর উপজেলা ছাত্র কল্যান সমিতির উদ্যোগে আজ বৃহস্পতিবার ঢাকা সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাচার মেলায় এক ইফতার ও দোয়া মাহফিল সমিতির সভাপতি সেলিম আহমেদ অনিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো ইকরাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীন রাজনীতিবিদ আশরাফুল হুসাইন । বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্হ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মো:আলী আশরাফ,কমার্স ব্যাংকের ভিপি বাবু পরিমল রায়, উপদেষ্টা সৈয়দ মো: শাহীন, উপদেষ্টা বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম মনির, শাহনেওয়াজ চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব সেলিম আহমেদ, সাবেক সভাপতি সৈয়দ সাফাত মোর্শেদ শুভ, সাইফুল ইসলাম আঙুর, বশির আহমেদ, আবুল হাসান চৌধুরী,মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ, এডঃ মহিউদ্দিন চৌধুরী শরিফ, সাবেক সাধারন সম্পাদক ফাইজুল হক, আতিকুল ইসলাম মানিকসহ ইফতার মাহফিলে ঢাকায় অধ্যায়নরত নাসিরনগরের ছাত্রছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত । উক্ত ইফতার মাহফিল সাবেক নেতৃবৃন্দসহ ঢাকাস্হ নাসিরনগর বাসীর মিলন মেলায় পরিণত হয়।