সেই সিহাব ৫ দিনের রিমান্ডে
নিউজ ডেস্ক : লালমাটিয়ার শুদ্ধস্বর এর প্রকাশক আহমেদ রশিদ টুটুল হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে আটক সুমন হোসেন পাটোয়ারিওরফে সাকিব ওরফে সিহাব ওরফে সাইফুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান শিশির এ রিমান্ড মঞ্জুর করে। তার ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, সিহাবসহ আরো পাঁচজন এই হত্যা মিশনে অংশ নেয়। আর এই পাঁচজনকে সমন্বয় করে শরীফ। সিহাব এইচএসসি পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। পরে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেয়। দেড় মাসের সামরিক প্রশিক্ষণ নিয়ে টুটুল হত্যার অংশ
নেয় সে।
গত ১৩ জুন কামরাঙ্গীরচর এলাকা থেকে সৈয়দ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলায়মানী ওরফে আরাফাতকে গ্রেফতার করে ডিবি। এরপর তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সিহাবকে গ্রেফতার করা হয়।