শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে সেই ৩ মেডিকেল কলেজে

 

নিজস্ব প্রতিবেদক : নীতিমালা মেনে না চলার অভিযোগে তিন বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রণালয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি ওই তিন মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। তবে আগামী শিক্ষাবর্ষে নতুন করে শিক্ষার্থী ভর্তি করা যাবে না এসব শিক্ষা প্রতিষ্ঠানে।

5_21-305x275_131889

 

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।মন্ত্রণালয় থেকে জানানো হয়, অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব সিদ্ধান্ত নিয়েছেন।মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা মেনে না চলায় গত ১২ জুন মেডিকেল কলেজ তিনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।