নিখোঁজ মিশরীয় বিমানের ধ্বংসাবশেষের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক :প্যারিস থেকে মিশরের কায়রো যাওয়ার পথে ৬৬ যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া ইজিপ্টএয়ারের বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে মিশরীয় তদন্তকারী দল।বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ধ্বংসাবশেষ পাওয়ার মতো কিছু প্রধান জায়গা চিহ্নিত করা হয়েছে। ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য গভীর সমুদ্রে অনুসন্ধানকারী একটি জাহাজ পাঠানো হয়েছে।
গত ১৯ মে প্যারিস থেকে কায়রোর উদ্দেশে ছেড়ে যাওয়া এমএস-৮০৪ ফ্লাইটটি রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বিমানটিতে ৬৬ জন যাত্রী ও ক্রু ছিলেন।
কোনো বিপদসঙ্কেত প্রেরণ ছাড়াই বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। এটি সন্ত্রাসবাদী হামলার শিকার হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হলেও কোনো গোষ্ঠী বিমানটি ধ্বংসের দায় স্বীকার করেনি।