আরো একবার জনসম্মুখে কাঁদলেন ওবামা
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় নিহত শিশুদের স্মরণ করে বিবৃতি প্রদান করার সময় একবার কেঁদে ফেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার আরো একবার জনসম্মুখে কাঁদলেন তিনি।
বড় মেয়ে মালিয়ার গ্রাজুয়েশনের দিনে আবারো কেঁদে ফেলছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। আর পাঁচটা বাবার মতোই আবেগে ভাসলেন তিনি। আর তাই মালিয়াকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে দেখে তাই ফুঁপিয়ে কেঁদে উঠলেন ওবামা।
ওয়াশিংটনের সিডওয়েল ফ্রেন্ডস স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেন ১৭ বছরের মালিয়া। এই অনুষ্ঠানে হাজির ছিলেন তার বাবা। সেখানেই কেঁদে ফেলেন ওবামা। এক সাংবাদিক সম্মেলনে তিনি নিজেই সেকথা জানিয়েছেন।
ওবামা বলেন, কেউ যাতে তার চোখের পানি দেখতে না পান সেজন্য তিনি কালো চশমায় চোখ ঢেকেছিলেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। কান্নার বেগ থামাতে গিয়ে তিনি শব্দ করে ফেলেন। সেই শব্দ শুনতে পেয়ে অনেকেই তার দিকে তাকান। এরপর তিনি কান্না থামান।