নায়িকা সংকটে সঞ্জয় দত্ত!
বিনোদন ডেস্ক : ৫ বছর সাজা ভোগের পর বলিউড তারকা সঞ্জয় দত্ত জেল থেকে মুক্তি পেয়েছেন ফেব্রুয়ারিতে। তাকে নিয়ে নতুন ছবি তৈরির পরিকল্পনা করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সব কিছু ঠিক থাকলেও সঞ্জয়ের নায়িকা নিয়ে ঝামেলায় পড়েছেন ছবির প্রযোজক ও পরিচালক।
জানা যায়, নাম ঠিক না হওয়া ছবিটিতে সঞ্জয়ের বিপরীতে প্রথমে অভিনয়ের প্রস্তাব দেয়া হয় বলিউডের নবাগত তারকা আথিয়া শেঠিকে। প্রস্তাব দেয়া মাত্রই মুখ ফিরিয়ে নেন আথিয়া। তবে প্রযোজক চেয়েছিলেন কৃতি স্যাননকে। কৃতিও স্ক্রিপ্ট পড়ে নিজের অনাগ্রহের কথা জানিয়ে দেন। আরো ক’জন নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তারাও আপত্তি তুলেছেন সঞ্জয়ের নায়িকা হতে।
একসময় বলিউড দাপিয়ে বেড়ানো সঞ্জয় এভাবে নায়িকা সংকটে পড়বেন সেটা বোধহয় ভাবেননি কোনদিন!