জরিপে আরও এগিয়ে হিলারি
আন্তর্জাতিক ডেস্ক : জনসমর্থনে হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরো এগিয়ে গেছেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ প্রাইমারিতেও জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন। নতুন এক জনমত জরিপে এমনই তথ্য পাওয়া গেছে।
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ে দীর্ঘ ভোটযুদ্ধের সর্বশেষ ক্ষেত্র ছিল ওয়াশিংটন ডিসির প্রাইমারি। সেখানে প্রাইমারি হওয়ার আগেই হিলারি তাঁর দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন।
জপিরে অংশ নেয়া ভোটারদের শতকরা ৫৪ ভাগ মনে করেন, সাধারণ নির্বাচনে হিলারি ক্লিনটন বিজয়ী হবেন। আর শতকরা ৪০ ভাগ ভোটার মনে করেন নির্বাচনে ট্রাম্প জিতবেন। এনবিসি/সার্ভে মাঙ্কি এ জরিপ পরিচালনা করে।
এদিকে জরিপের আরও একটি অংশে দেখা যায়, রেজিস্ট্রার্ড ভোটারের মধ্যে শতকরা ৪৯ ভাগ হিলারিকে সর্মথন করেছেন; ট্রাম্পকে সমর্থন দিয়েছেন শতকরা ৪২ ভাগ ভোটার।