বাংলা ভাইয়ের ‘সহযোগী’ গ্রেফতার
নিউজ ডেস্ক : জঙ্গি দমনে সারা দেশব্যাপী অভিযানের মধ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় গরিবুল্লাহ আকন্দ (৬০) নামে এক ‘জেএমবি সদস্যকে’ গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি সংগঠনের সাবেক নেতা সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের ‘ঘনিষ্ট সহযোগী’।
দেশব্যাপী সাঁড়াশি অভিযানে চতুর্থ দিন সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার দুল্লা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম।
গ্রেফতারকৃত গরিবুল্লাহ এক সময় বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন। এলাকায় তিনি গরিবুল্লাহ মুন্সি নামে পরিচিত।
ওসি ফজলুল করিম আরও জানান, গরিবুল্লাহ’র নামে থানায় চারটি মামলা রয়েছে। তিনি বাংলা ভাইয়ের ট্রেনিং সেন্টারে কাজ করতেন।