নারীকে ইসলামি নেতার গালাগালি লাইভ অনুষ্ঠানে [ভিডিও]
আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার একটি টেলিভিশন অনুস্থান চলাকালে পাকিস্তানের রাজনৈতিক দল জামায়েত-ই-উলেমা ফজলের একজন সিনেটর কথাবার্তার এক পর্যায়ে নারী অধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক মারভি সিরমেদকে অপমাজনক কথা বলে অপদস্ত করেন।
এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে। ব্যক্তি মালিকানাধীন টিভি চ্যানেল নিউজ ওয়ানে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ‘অনার কিলিং’ (সম্মানহানি করায় হত্যা) নিয়ে আলোচনা অনুষ্ঠানের এক পর্যায়ে সিনেটর হাফিজ হামদুল্লাহ রেগে যান সিরমেদের উপরে।
কট্টর ইসলাম শাসিত রাষ্ট্র পাকিস্তানে নারীদের সামাজিক অবস্থান অনেক ক্ষেত্রেই পুরুষের দ্বারা দমিত। মারভি সিরমেদ এমনিতে নারী, তার ওপর ইসলামি মতাদর্শের বাইরে গিয়ে কথা বলায় তার উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণাত্মক কথা বলা শুরু করেন ওই ইসলামি নেতা।
https://youtu.be/vpoXaWmRI3o