তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে জমা
নিউজ ডেস্ক : কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা। কুমিল্লাস্থ সিআইডি’র পরিদর্শক গাজী ইব্রাহিম সোমবার দুপুর ১২টায় আমলি আদালতে এ প্রতিবেদন জমা দেন।
এর আগে গতকাল রোববার সিআইডির কাছে তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেন দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা।
তবে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনেও তনুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি নিশ্চিত হতে পুলিশের আরও অধিক তদন্ত করতে হবে বলে জানিয়েছেন কামদা প্রসাদ সাহা।
জানা যায়, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধারের পর দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) তার প্রথম ময়নাতদন্ত করেন ডা. শারমিন সুলতানা।
গত ৪ এপ্রিল ২ সপ্তাহের মধ্যেই দেয়া হয় প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন। ওই প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত না থাকায় দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়ে ফরেনসিক বিভাগ।
তবে ৩০ মার্চ দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য তনুর লাশ জেলার মুরাদনগরের মির্জাপুর গ্রামের কবর থেকে উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ ও দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়।
গত ১৬ মে তনুর ভেজাইনাল সোয়াবে ৩ পুরুষের শুক্রানু পাওয়া যাওয়ার খবর সিআইডি থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর আবারও আলোচনায় উঠে আসে প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন।
প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন এবং ডিএনএ প্রতিবেদনের এমন গরমিল তথ্যে ঝুলে যায় দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন।