সেলফি তুলতে ব্যস্ত অক্টোপাস! (ভিডিও)
নিউজ ডেস্ক : সেলফি রোগে আক্রান্ত কম-বেশি সবাই। আজকাল ছোট-বড় সকলকে সেলফি তোলার জন্য ব্যস্ত থাকতে দেখা যায়। কিন্তু সেই তালিকায় এখন মানুষের স্থানে বিভিন্ন প্রাণীও যোগ হচ্ছে।
একটি ভিডিওতে দেখা যায়, পানির নিচে এক অক্টোপাস ক্যামেরায় নিজের এক সেলফি তুলতে ব্যস্ত। অস্ট্রেলিয়ার সিডনীতে সাগরের নিচে এই ঘটনা ঘটে। পানির নিচে প্রাণীদের অবস্থান নিয়ে ভিডিও চিত্র ধারণ করতে যেয়ে ক্যামেরা পরিচালক মজাদার এক অভিজ্ঞতার শিকার হন।
হঠাৎ করে ক্যামেরা টেনে নেয় অক্টোপাস। তারপর যেন মনে হল নিজের এক সেলফি তুলতে ব্যস্ত সেই অক্টোপাস। পরক্ষনেই আবার ক্যামেরা ফিরিয়ে দিয়েছে অক্টোপাস। স্কুবা ডাইভিং করতে যেয়ে এক পর্যটক এই মজাদার অভিজ্ঞতার শিকার হন। তিনি আরও এক বছর আগে এই ভিডিও ধারণ করেন। কিন্তু গত কয়েকদিন ধরে এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠছে।