রাজধানীতে সাঁড়াশি অভিযানে কারাগারে ১২৬, রিমান্ডে ২৩
নিজস্ব প্রতিবেদক : সাঁড়াশি অভিযানে রাজধানী থেকে গ্রেফতার ১২৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া ২৩ আসামীকে বিভিন্ন মেয়াদের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়া হয়েছে পুলিশকে।
আজ ঢাকার একাধিক মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। এ বিষয়ে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদলতের হাজতখানার ওসি শেখ মো. রুহুল আমিন জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৭৭ আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে ২৮ জন জামিন পেয়েছেন। এছাড়া ১২৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং ২৩ আসামিকে রিমান্ড দিয়েছেন আদালত।