সারাদেশে সাঁড়াশি অভিযানে ৩৭ জঙ্গি গ্রেফতার
নিউজ ডেস্ক : সারাদেশে সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার সকালে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া) এ কে এম শহিদুর রহমান।
তিনি জানান, “যে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে ২৭ জন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি)সদস্য, সাতজন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি)।” বাকি তিনজন ‘অন্যান্য’ সংগঠনের বলে জানানো হলেও ধারণা করা হচ্ছে, তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
এই ৩৭ জনকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ডিআইজি শহিদুর।তিনি জানান, এই ২৪ ঘণ্টায় একটি শুটার গান, ৫০০ গ্রাম গানপাউডার এবং ১৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় গতকাল শুক্রবার (১০জুন)থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। আগামী ৭ দিন সারাদেশে এ অভিযান চলবে।