পরীমণিকে ছাড়িয়ে গেলেন সামিয়া রহমান!
অনলাইন প্রতিবেদক : হালের আলোচিত অভিনেত্রী পরীমণিকে ছাড়িয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান। তবে ছোট বা বড় পর্দার কোন অভিনয় বা টকশো-তে নয়, ছাড়িয়ে গেলেন সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে নিউজ শেয়ারে। গত বুধবার বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয় পাতায় ‘মৃত্যুর পথে চলা’ শীর্ষক একটি নিবন্ধ ছাপা হয় সামিয়া রহমানের। এ রিপোর্ট লেখা পর্যন্ত যা শেয়ার হয়েছে ৪১,৬০০। বাংলাদেশ প্রতিদিনের প্রকাশিত কোন লেখা, নিবন্ধ বা রিপোর্টের সর্বোচ্চ শেয়ার এটি। এর আগে গত মাসে অভিনেত্রী পরীমণির একটি নিউজ শেয়ার হয়েছিল ২৮,৩০০ যা ছিল এ পর্যন্ত সর্বোচ্চ শেয়ারের কোন সংবাদ।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ সাইটে এখনো শেয়ার হচ্ছে সামিয়া রহমানের এই লেখাটি। শিগগিরই এটি হয়তো অর্ধ লক্ষাধিক শেয়ার পাড়ি দিবে।