রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সালমার নতুন ভিডিওতে ইউটিউবে ঝড়

salmaবিনোদন প্রতিবেদক : বেশ কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন নতুন রূপে হাজির হবেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী সালমা। মোহনীয়রূপে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।

তার সেই ঘোষণার বাস্তব প্রতিফলন দেখলেন সালমা ভক্তরা। ‘পরানের বন্ধু’ শিরোনামে নতুন একটি গানে একেবারে নতুন সালমাকে দেখবেন দর্শকরা। গানটির টিজার প্রকাশিত হয়েছে ইউটিউবে।

রীতিমত গানের টিজারটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ইউটিউবে গানের টিজার দেখে সালমার বেশ প্রশংসা করেছেন ভক্তরা।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।

https://youtu.be/k3DWCVczjt8

এ জাতীয় আরও খবর