বাঞ্ছারামপুর জামায়াতের আমির গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির মাজেদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১০ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার ফরদাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি স্থানীয় ফরদাবাদ মাদ্রাসার শিক্ষক ও নবীনগর উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামের বাসিন্দা।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বাংলানিউজকে জানান, ওই জামায়াত নেতার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে বাঞ্ছারামপুর থানায় একটি এবং বিশেষ ক্ষমতা আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ও নবীনগর থানায় একটি করে মামলা রয়েছে।