বাঞ্ছারামপুরে মাছ ধরার সরজ্ঞাম বিক্রীর হিড়িক বিভিন্ন হাট-বাজারে
এম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে এ সময়ে পানি বাড়ার সাথে সাথে চাঁই, আন্তা, আইডা, গোলচাঁইসহ মাছ শিকারের সরজ্ঞাম বেচাকেনার ধুম পড়ে যায় । স্থানীয়সহ দেশের অত্র এলাকায় বাঁশ,বেত দিয়ে তৈরী করা মাছ ধরার এসব সরজ্ঞাম নিয়ে বিক্রেতারা বাঞ্ছারামপুর সদর মাওলাগজ্ঞ হাট,উজানচর হাট, রুপসদী হাট,ধারিয়ারচর হাট ও সোনারামপুর হাটে নিয়ে বিক্রী করছে। পেশাদার মাছ শিকারী থেকে শুরু করে সৌখিন শিকারীরা পর্যন্ত চড়া দামে কিনে নিচ্ছে মাছ ধরার এসব সরঞ্জাম।
উপজেলার বিভিন্ন হাট বাজারে ঘুরে ক্রেতা বিক্রেতাদের সাথে যোগাযোগ করে জানা গেছে,মাছ ধরার এসব সরঞ্জাম আকার ও গুনগত মানভেদে বিক্রী হয় বিভিন্ন দামে । ব্যবসায়ীরা জানায়,আন্তা ৫শ টাকা,আইডা ১শ ৫০টাকা,গোলচাঁই ৬০ টাকা। বৈশাখ,জৈাষ্ঠ,ও আষাঢ় মাসে বাঁশ-বেতের তৈরী মাছ শিকারের সরজ্ঞামের এসব সামগ্রী বিক্রী হয় সবচেয়ে বেশী ।বিক্রেতারা বছরের এ তিন মাসের জন্য অপেক্ষা থাকে । এ মৌসুমে মাছ ধরার সরজ্ঞাম তৈরী করে জীবিকা নির্বাহ করছে এ অঞ্চলের বিশাল এক জনগোষ্টি ।