কুড়ি বছর পর…
বিনোদন প্রতিবেদক : ‘আবার বছর কুড়ি পরে, তার সাথে দেখা হয় যদি…’ জীবনানন্দ দাশের কবিতাটি নিশ্চয়ই মনে আছে? আর কারও মনে থাকুক না থাকুক অভিনেতা নির্মাতা তৌকির আহমেদের নিশ্চয়ই মনে থাকবে। কেননা জীবনানন্দ দাশকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি।
সে খবর পুরনো। নতুন খবর হলো কুড়িবছর পর এক হলেন তৌকির আহমেদ ও চিত্রনায়িকা মৌসুমী। বছর কুড়ি আগে ‘আড়াল’ নামে একটি নাটকে তাদের দেখা গিয়েছিলো। আর বিশ বছর পর তাদের এক করলেন নির্মাতা সাজিন আহমেদ বাবু। এ দু’জনকে নিয়ে ‘মেঘ-বসন্ত’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করছেন এ তরুণ নির্মাতা।
সম্প্রতি কক্সবাজারে নাটকটির চিত্রধারণ সম্পন্ন হয়। কক্সবাজার থেকে ফিরে বৃহস্পতিবার বাকি অংশের শুটিং হচ্ছে ঢাকার বিভিন্ন লোকেশনে।
শুটিং স্পট থেকে তৌকির আহমেদ বাংলামেইলকে বললেন, কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে খুব ব্যস্ততা যাচ্ছে। এর মধ্যে প্রায় বিশ বছর পর মৌসুমীর সঙ্গে এ কাজটা করছি। খুব ভালো লাগছে। বিশ বছর আগে আড়াল নামে একটি নাটক করেছিলাম আমরা। আমাদের সঙ্গে আফজাল হোসেনও ছিলেন।’
মূলত ঈদকে লক্ষ্য রেখে নির্মাণ করলেও টেলিফিল্মটি ঈদে প্রচার হবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।