আজ পানামার বিপক্ষে খেলতে আশাবাদী মেসি
স্পোর্টস ডেস্ক : পানামার বিপক্ষে কোপা আমেরিকা টুর্নামেন্টে গ্রুপ-ডি’র দ্বিতীয় ম্যাচে দলে ফিরতে দারুন আশাবাদী লিয়নেল মেসি। সে লক্ষ্যে আর্জেন্টিনার সতীর্থদের সাথে বুধবার অনুশীলনও করেছেন এই গোল যাদুকর।
গত মাসে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পিঠের ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন মেসি, তারপর থেকেই তিনি বিশ্রামে রয়েছেন। যুক্তরাষ্ট্রে পৌঁছার পরে পুরো দলের সাথে অনুশীলন মাঠে গেলেও পুরোপুরি ট্রেনিংয়ে নামা হয়নি। তবে মেডিকেল স্টাফদের তত্বাবধানে বিশেষভাবে ট্রেনিং করেছেন। যদিও বুধবার ইলিনোয়িস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে পুরো দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিয়েছেন ২৮ বছর বয়সী এই বার্সেলোনা সুপারস্টার। সোমবার প্রথম ম্যাচে সান্টা ক্লারাতে চিলির বিপক্ষে ২-১ গোলে জয়ী হয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা করেছে মেসিবিহীন আর্জেন্টিনা।
নিজের ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত বার্তায় মেসি বলেছেন আর্জেন্টিনার লাইন-আপে দ্রুত ফিরতে তিনি আশাবাদী। তিনি লিখেছেন, ‘যত দ্রুত সম্ভব দলকে সহযোগিতা করতে প্রস্তুতির আশা করছি।’
শুক্রবার পানামার বিপক্ষে জয়ী হতে পারলে এক ম্যাচ হাতে রেখেই আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের টিকেট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। ২৩ বছরের শিরোপা খড়া কাটিয়ে চলতি বছর কোপা আমেরিকা শিরোপা জিততে মুখিয়ে আছে আর্জেন্টিনা। গত বছর কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির বিপক্ষে পরাজিত হয়ে শিরোপা বঞ্চিত হয়েছিল লিয়নেল মেসির দল।