রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা ও তুরাগ থানা এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন অজ্ঞান পার্টি চক্রের দলনেতা।অজ্ঞান পার্টি চক্রের ওই দলনেতা নজরুল বলে জানা গেলেও অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।বৃহস্পতিবার (৯ জুন) সকালে বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার এএসপি মিজানুর রহমান ভূইয়া।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে রামপুরায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ছিনকাইকারী চক্রের দলনেতা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি আমেরিকায় তৈরি পিস্তল, একটি দেশি রিভলবার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
একই সময়ে তুরাগ থানার প্রত্যাশা ব্রিজ এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞান পার্টি চক্রের দলনেতা নজরুল (৪০) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।