রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘পুলিশি বাধায়’ কূটনীতিকদের নিয়ে হোটেল ওয়েস্টিনে জামায়াতের ইফতার পার্টি বন্ধ

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূনীতিকদের নিয়ে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে আয়োজিত জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলের অনুমতি পুলিশি বাধায় হোটেল কর্তৃপক্ষ বাতিল করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

jamat-dainikdhakareport_25801_6005_6594

 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. শফিক এ অভিযোগ করেন। একই সঙ্গে তিনি এঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

 

তবে, জামায়াতের অভিযোগ বিষয়ে জানতে চাইলে, গুলশান থানার ওসি (অপারেশন) সালাহ উদ্দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শীর্ষ নিউজকে বলেন, হোটেল ওয়েস্টিনে বিদেশি কূটনীতিকদের নিয়ে জামায়াতের একটি ইফতার পার্টির কথা শুনেছি। হোটেল কর্তৃপক্ষ নাকি অনুমতি বাতিল করেছে সেটাও শুনেছি। কিন্তু কী কারনে অনুমতি বাতিল করেছে সেটা আমাদের জানা নেই। আর এখানে পুলিশের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ করা হয়নি।

 

 

বিবৃতিতে ডা. শফিক বলেন, “জামায়াতে ইসলামী প্রতি বছরের ন্যায় এ বছরও কূটনীতিকগণের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছিল। কিন্তু ইফতার মাহফিলের ঠিক আগের রাতে পুলিশের অযাচিত হস্তক্ষেপের কারণে হোটেল কর্তৃপক্ষ স্থানের অনুমতি বাতিল করতে বাধ্য হন।

 

বর্তমান সরকার ইফতার মাহফিলের মত একটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পর্যন্ত সহ্য করতে পারছে না। সরকার গণবিচ্ছিন্ন হয়ে একদলীয় শাসনের দিকে অগ্রসর হচ্ছে এটা তারই আরেকটি প্রমাণ। গণতন্ত্রের কফিনে সর্বশেষ পেরেক ঢুকিয়ে সরকার স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ একদলীয় শাসন কখনো মেনে নিবে না।

 

তাই গণতন্ত্র হত্যা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক সকল মানুষকে এগিয়ে আসতে হবে। পুলিশের অযাচিত হস্তক্ষেপে হোটেল কর্তৃপক্ষ স্থানের অনুমতি বাতিল করে দেওয়ায় আমরা সঙ্গত কারণেই আমাদের প্রোগ্রামটি বাতিল করতে বাধ্য হই। আমরা আমাদের অপারগতার কারণে আমন্ত্রিত কূটনীতিকগণের নিকট দুঃখ প্রকাশ করছি।”

এ জাতীয় আরও খবর

পেঁয়াজের দাম দ্বিগুণ, সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী

‘ট্রাম্প-শি-মোদি ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, আমাদের করতে হবে’

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

আগামী নির্বাচন দেশের ইতিহাসে সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে সৃজিতের?

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিয়া থেকে এক হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

কঙ্গোতে নৌকা উল্টে নিহত অন্তত ১৪৮

নিজের বাড়ির সামনেই ভেসে উঠল সেই শিশুর মরদেহ

‘একমত চিহ্নিত করেছি, জাতির আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরি হবে’