রুবেল-তাসকিন-আল আমিনদের পিছনে ফেলে মাশরাফিই সেরা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা সময় পার করছে এখন। গত দশ বছরে সফলতা মুখ তুলে চেয়েছে টাইগারদের দিকে। আর যার হাত ধরেই এতো সাফল্য তিনি টাইগারদের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের দলপতি মাশরাফি বিন মুর্তজা।
চলতি বছরে ভারতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের পর অনেকেই তার অবসরের কথা ভেবেছেন। কিন্তু নিজেদের পারফর্মেন্স দিয়ে জানান দিলেন আরো কয়েক বছর খেলতে পারবেন তিনি।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ভাবে জ্বলে উঠেছেন মাশরাফি। লিগে এখন পর্যন্ত দ্বিতীয় উইকেট শিকারি তিনি। লিগে খুব ভালো অবস্থানে ছিলনা তার দল কলাবাগান ক্রীড়া চক্র। অলরাউন্ডিয় পারফর্মেন্স দিয়ে দলকে খাদের কিনারা থেকে তোলেন ম্যাশ।
সে সাথে সুপার সিক্সে খেলার আশাও বাঁচিয়ে রেখেছেন, অথচ দুই সপ্তাহ আগেও যা কেউ কল্পনাও করেনি।
লিগে সেরা উইকেট শিকারির তালিকায় প্রথমে আছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা লঙ্কান ক্রিকেটার চতুরাঙ্গা ডি সিলভা (২৩ উইকেট)। তারপরেই ২২ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মাশরাফি।
এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৪.৮৩ ইকনোমি রেটে ও ২০.২২ গড়ে ২২ উইকেট তুলে নিয়েছেন নড়াইল এক্সপ্রেস । ব্যাট হাতেও হাঁকিয়েছেন দেশিও ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি (৫০ বলে ১০৪)।
সেরা পাঁচে মাত্র দুই পেসারের মধ্যে আরেকজন হলেন ভিক্টোরিয়ার হয়ে ১০ ম্যাচে ২১ উইকেট নেয়া কামরুল হাসান রাব্বি। অন্যদিকে জাতীয় দলের আরেক ফাস্ট বোলার তাসকিন আহমেদ ১০ ম্যাচে ২৩.৪৭ গড়ে ১৭ উইকেট নিয়েছেন।
১১ ম্যাচে আল আমিনের শিকার ১৬ উইকেট। ইনজুরি ফেরত রুবেল হোসেন ঢাকা প্রিমিয়ার লিগে ছন্দ খুজে ফিরছেন। প্রাইম ব্যাংকের হয়ে ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি।
৯ ম্যাচ খেলা আবু হায়দার রনির শিকার ১৩ উইকেট। এদিকে মাশরাফির দল কলাবাগানের ২৩ বছর বয়সী পেসার দেওয়ান সাব্বির ১০ ম্যাচ খেলে ১৭ উইকেট তুলে নিয়েছেন। মুক্তার আলি, ফরহাদ রেজারা নিয়েছেন ১৪টি করে উইকেট।