পোশাকের ক্ষেত্রে নজর দিন এই বিষয়গুলোর ওপর!
লাইফস্টাইল ডেস্ক :মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে তার পোশাকের মধ্য দিয়ে। তাই এই বিষয়ে হেলাফেলা করা একেবারেই ঠিক নয়। অথচ দৈনন্দিন জীবনে পোশাকের ক্ষেত্রে আমরা নিজেদের অজান্তেই টুকটাক কিছু ভুল করে থাকি, যা আমাদের ফ্যাশন বা স্টাইলকে পুরোপুরি নষ্ট করে দেয়। একটু বুদ্ধি খাটিয়ে এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন। এ ক্ষেত্রে স্কুপহুপ ওয়েবসাইটের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
* আপনার শার্টের হাতার জোড়া যদি ঠিক না থাকে অর্থাৎ শার্টের হাতার জোড়া যদি কাঁধ থেকে নিচে থাকে তাহলে যতই ইস্ত্রি করা শার্ট পরুন বুকের কাছে কুঁচকানো থাকবে। আর যদি কাঁধের সঙ্গে শার্টের জোড়া ঠিকঠাকভাবে বসে, তাহলে পরার পর শার্ট টানটান থাকে। তাই ফিটিং করে শার্ট পরুন।
* সব সময় খেয়াল করবেন শার্টের বোতামের লাইন, বেল্টের বাকলস এবং প্যান্টের জিপার যেন এক লাইনে থাকে। এতে আপনাকে দেখতে অনেক স্মার্ট লাগবে।
* যেসব মেয়ে চিকন পাড়ের শাড়ি পরে কিংবা পাড় ছাড়া শাড়ি পরে তাদের দেখতে লম্বা লাগে। তাই যদি নিজেকে লম্বা দেখাতে চান তাহলে এ ধরনের শাড়ি পরুন।
* আপনি যদি অনেকে চিকন হন, তাহলে একটু ভারি এমব্রয়ডারি কিংবা স্টোনের কাজের শাড়ি পরুন। এতে আপনাকে চিকন কম লাগবে।
* আপনার কি প্যান্টের জিপার বারবার নিচের দিকে চলে আসে? তাহলে একটা ছোট রাবার ব্যান্ড দিয়ে জিপারের হুক বোতামের সঙ্গে আটকে নিন। তাহলে আর বারবার খুলে যাবে না।