হজ ফ্লাইট শুরু ৪ আগস্ট
নিজস্ব প্রতিবেদক : এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে ৪ আগস্ট, শেষ হবে ৫ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৬ অক্টোবর।
আজ মঙ্গলবার সচিবালয়ে ২০১৬ সালের হজযাত্রী ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় ধর্মমন্ত্রী মতিউর রহমান ও বিমান পরিবহন সচিব উপস্থিত ছিলেন।
রাশেদ খান মেনন বলেন, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এ হজযাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ করে পরিবহন করবে।