কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মঞ্জুর হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শী আরেক মাছ ব্যবসায়ী সবুর উদ্দিন।
নিহত মঞ্জুর হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দির বাসিন্দা।
সবুর উদ্দিন জানান, মঞ্জুর ও তিনি ময়মনসিংহ থেকে মাছ নিয়ে সকাল ৭টার দিকে কারওয়ান বাজারে আসেন। কারওয়ান বাজারে রেললাইনের উপর তারা মাছ নামাচ্ছিলেন। হঠাৎ করে একটি ট্রেন এসে মঞ্জুরকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় মঞ্জুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।