নাসিরনগরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’রুবেল মিয়া(২৮) নামে একজন নিহত হয়েছে। এসময় ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়।সোমবার গভীর রাতে নাসিরনগর-সরাইল সড়কে তুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আবদুল কাদের জানান,গভীর রাতে একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। এতে রুবেল নামের এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত হয় ওসিসহ এএসআই আশরাফুল আলম(৩২),কনষ্টেবল রাখাল চন্দ্র ভৌমিক(৫৭) ও আবু তাহেরকে(৫০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত রুবেল নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামের ফয়েজ মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।পুলিশের ভাষ্য,নিহত রুবেলের বিরুদ্ধে নাসিরনগর থানায় ডাকাতির অভিযোগে আটটি ও বিজয়নগর থানায় চারটি মামলা রয়েছে।