এসপির স্ত্রী-খ্রিস্টান ব্যবসায়ী হত্যাকাণ্ড বৈশ্বিক হুমকি : বার্নিকাট
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন ও নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডে শোকাহত ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।সোমবার গণমাধ্যমে দূতাবাসের পাঠানো এক বিবৃতিতে বার্নিকাট তার শোক প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, গতকাল আরো দুই নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশিদের মতো আমিও শোকাহত। নিহত মাহমুদা ও মুদি ব্যবসায়ী দুইজনই বৈশ্বিক হুমকি চরমপন্থীদের সহিংসতার শিকার। যাদের একসঙ্গে মোকাবেলা করতে হবে আমাদের।বিবৃতিতে তিনি নিহত দুইজনের পরিবারের জন্য প্রার্থনা করছেন বলেও জানান বার্নিকাট।