যশোরে পেট্রলপাম্পের ভেতর ২ জনকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলার একটি পেট্রলপাম্পের দুই কর্মকর্তা-কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওই পেট্রলপাম্পের ব্যবস্থাপক বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের ওবায়দুল ইসলাম (৩০) ও কর্মচারী রঘুনাথপুর গ্রামের লিজন আহমেদ লিখন (২৪)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঘারপাড়ার চাড়াভিটা বাজারের আবদুল বারী ফিলিং স্টেশন নামে একটি পেট্রলপাম্পের ভেতরে রাতে ঘুমিয়ে ছিলেন পেট্রলপাম্পটির ব্যবস্থাপক ও কর্মচারীরা। আজ আজ সোমবার সকালে এলাকাবাসী ফিলিং স্টেশনের ভেতর দুটি লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে আজ সকাল সাড়ে ৭টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।